সম্প্রতি হাতি ও কুমিরের লড়াইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশাল আকৃতির একটি হাতি কুমিরকে পানিতে নেমে পিষে মারছে। গোটা ঘটনাটির এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিও দেখা গেছে, কুমিরটির লেজ ধরে পানির মধ্যে আছড়ে ফেলছে হাতিটি। তারপর কুমিরের শরীরের উপর দু’পা তুলে দাঁড়িয়ে পিষে দিচ্ছে তাকে। ভিডিওর শেষ দিকে হাতির সঙ্গে লড়াই করতে করতে একটা সময়ে নিস্তেজ হয়ে পড়তে দেখা যায় কুমিরটিকে। পরে কুমিরটি মারা যায়।
আফ্রিকার জাম্বিয়ার এই ঘটনাটি ইউটিউবে প্রকাশ করে একটি ইউটিউব চ্যানেল। আফ্রিকার জঙ্গলের বন্যপ্রাণীদের ভিডিও নিয়মিত ইউটিউবে পোস্ট করেন এই ইউটিউব চ্যানেলটি।
ভিডিওতে ঘটনাটি বর্ণনা করেছে ইউটিউব কর্তৃপক্ষ। লিখেছে, হাতি স্বভাবে শান্ত। কিন্তু সন্তানের নিরাপত্তার প্রশ্নে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। কুমিরটি হাতির বাচ্ছার জন্য ওত পেতেছিল। মা হাতি বুঝতে পেরে তৎক্ষণাৎ কুমিরটিকে আক্রমণ করে। বিরল এই মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেছেন হ্যানস হেনরিক হার নামে এক আলোকচিত্রী।
বিডি প্রতিদিন/এমআই