মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মঙ্গলবার জানিয়েছে, ম্যাকডোনাল্ডসের কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গারের সাথে সংযুক্ত ই-কোলাই প্রাদুর্ভাবে একজনের মৃত্যু হয়েছে এবং ডজনখানেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এই প্রাদুর্ভাব সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হয় এবং ১০টি পশ্চিমাঞ্চলীয় রাজ্যে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে ৪৯টি ঘটনা প্রধানত কলোরাডো ও নেব্রাস্কাতে ঘটেছে।
এ প্রাদুর্ভাবের ঘোষণার পরে ম্যাকডোনাল্ডসের শেয়ারের মূল্য ছয় শতাংশের বেশি কমে গেছে। সিডিসি জানায়, ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজন শিশুর গুরুতর রক্তবাহিকী সমস্যা দেখা দিয়েছে, যা কিডনিতে ক্ষতি করতে পারে।
কলোরাডোতে একজন বয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে সিডিসি নিশ্চিত করেছে। আক্রান্তরা সবাই একই ই-কোলাই স্ট্রেনে আক্রান্ত এবং তাদের বেশিরভাগই ম্যাকডোনাল্ডসের কোয়ার্টার পাউন্ডার খেয়েছিলেন।
তদন্তকারীরা এখনো সঠিক উপাদান শনাক্ত করতে পারেননি। তবে তারা কাটা পেঁয়াজ এবং গরুর মাংসের প্যাটি নিয়ে সন্দেহ করছেন, যা আক্রান্ত রাজ্যগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে। ম্যাকডোনাল্ডসের মার্কিন প্রেসিডেন্ট জো এর্লিংগার একটি ভিডিও বার্তায় বলেন, খাদ্য নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আক্রান্ত রাজ্যগুলোতে কোয়ার্টার পাউন্ডার সাময়িকভাবে সরিয়ে নিয়েছি।
তবে, প্রভাবিত রাজ্যগুলো ছাড়া অন্য রাজ্যে ম্যাকডোনাল্ডসের অন্যান্য মেনু আইটেম যেমন অন্যান্য গরুর মাংসের পণ্য এখনও পাওয়া যাচ্ছে।
সিডিসি পরামর্শ দিয়েছে, যারা কোয়ার্টার পাউন্ডার খেয়ে ই-কোলাইয়ের উপসর্গ যেমন ডায়রিয়া, ১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর এবং বমি অনুভব করছেন, তারা যেন চিকিৎসা গ্রহণ করেন। সাধারণত উপসর্গ দেখা দিতে ৩-৪ দিন সময় লাগে এবং বেশিরভাগ মানুষ ৫-৭ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে কিছু ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে এবং হাসপাতালে ভর্তি হতে হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল