মানুষের কাছে বন্দি থাকা পৃথিবীর সবচেয়ে বড় কুমিরের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার একটি প্রাণী অভয়ারণ্যে কুমিরটি মারা গেছে।
ক্যাসিয়াস নামের কুমিরটি লম্বায় ১৮ ফুট। এটির ওজন প্রায় ১ হাজার কেজি। ধারণা করা হয় কুমিরটির বয়স ১১০ বছর হয়েছিল। গত ১৫ অক্টোবর থেকেই এটির শারীরিক অবস্থার অবনতি ঘটছিল।
ম্যারিনল্যান্ড মেলানেশয়া ক্রোকোডাইল হ্যাবিটেট জানায়, 'প্রাণীটির বেশ বয়স হয়েছিল। ধারণা করা হয়, একটি বন্য কুমিরের সাধারণ আয়ুষ্কাল থেকেও এটি বেশি বছর বেঁচে ছিল।'
সংস্থাটি আরও জানায়, 'ক্যাসিয়াসের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবো। কিন্তু ও আমাদের হৃদয়ে ও স্মৃতিতে আজীবন থাকবে।'
সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, কুমিরটি গত ১৯৮৭ সাল থেকে অভয়ারণ্য কেন্দ্রটিতে বাস করছে। এটিকে তখন দেশটির উত্তরাঞ্চল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। খবর বিবিসির।
২০১৩ সালে ক্যাসিয়াস বিশ্বের সর্ববৃহৎ বন্দি কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখায়। এর আগে রেকর্ডটি ছিল ফিলিপাইনের এক কুমিরের দখলের। যেটি ছিল ২০ ফিট ৩ ইঞ্চি লম্বা।
বিডি প্রতিদিন/মুসা