উগান্ডার উত্তরাঞ্চলীয় লামো বিভাগে একটি চার্চে বজ্রপাতে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় অনেকেই চার্চে প্রার্থনায় ব্যস্ত ছিলেন, তখনই আকস্মিক বজ্রপাত ঘটে। এই ঘটনায় নিহতদের পাশাপাশি অন্তত ৩৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বিকাল ৫টার দিকে যখন বৃষ্টি শুরু হয়, তখন তারা প্রার্থনা করার জন্য একত্রিত হন। সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বহু মানুষের প্রাণহানি ঘটে।
যে স্থানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে একটি শরণার্থী ক্যাম্প অবস্থিত। আহত ও নিহতরা ওই ক্যাম্পের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ সুদানের সীমান্তঘেঁষা এই ক্যাম্পে প্রায় ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন, যারা মূলত দক্ষিণ সুদান থেকে পালিয়ে এসেছেন।
বিবিসির তথ্য অনুযায়ী, ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশুর মৃত্যু হয়েছিল। এর আগের বছর ২০১১ সালে ১৮ শিক্ষার্থী ও তাদের এক শিক্ষক বজ্রাঘাতে প্রাণ হারান বলে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল