২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৫৩

ঝিনাইদহে সকাল থেকেই ভোটে সাড়া

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে সকাল থেকেই ভোটে সাড়া

সকাল থেকেই উপস্থিতি দেখা যায়

ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা, শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন, শৈলকূপা পৌরসভার ৮নং ওয়ার্ড হাবিবপুর কাউন্সিলর পদে উপ-নির্বাচনে আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ করার মতো।

এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ মেয়র পদে ৮ জন প্রার্থী ও শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে শৈলকূপা পৌরসভার ৮নং হাবিবপুর ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী নিহত হন। সেকারনে সেখানে একই সাথে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার মো. রোকনুজ্জামান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপুর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমান পুলিশ, র‌্যাব ও বিজিবি ম্যাজিস্ট্র্রেটের নেতৃত্বে কাজ করে যাচ্ছে।

মহেশপুর পৌরসভার ২২ হাজার ৪৫০ জন, কালীগঞ্জ পৌরসভায় ৪০ হাজার ৫৭৭ জন ও শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ২ লাখ ৮৮ হাজার ২৫৪ জন ভোটার রয়েছেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর