বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের ৬ মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের দায়ের করা তিনটি মামলায় এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে খোকনের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি এ জে মোহাম্মাদ আলী ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
খোকনের আইনজীবী অ্যাডভোকেট সজিব হোসেন লিয়ন জানান, ব্যারিস্টার খোকনের বিরুদ্ধে দায়ের করা তিন মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত ২৬ ডিসেম্বর খোকনকে হাইকোর্ট থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশ মৎস্য ভবনের সামনে থেকে গ্রেফতার করে। এরপর রমনা ও মতিঝিল থানার দায়ের করা গাড়ি পোড়ানো ও সহিংসতার মামলায় তাকে আসামি করা হয়।