রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির গণসমাবেশ।আজ সোমবার দুপুর থেকে শুরু হওয়া এই গণসমাবেশে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার নির্ধারিত আসনে স্থান পেয়েছেন কাজী জাফর আহমদ। অন্যদিকে সমাবেশের কোথাও জামায়াতের নেতাকর্মীদের লক্ষ্য করা যায়নি। এই অবস্থায় অনেকেই বলছেন, বিএনপির আজকের সমাবাশে আউট হয়েছে জামায়াতে ইসলাম, আর ইন হয়েছে কাজী জাফরের জাতীয় পার্টি।
জামায়াতের স্থানে কাজী জাফরকে দেখে সমাবেশে আসা ১৮ দলের শরিক নেতা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটে জামায়াত থাকবে কি-না তা নিয়ে রীতিমতো চলছে কানাঘুষা।
জোটের বিগত সব কর্মসূচিতে দেখা গেছে, মঞ্চে খালেদা জিয়ার পরের আসনটি এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের জন্য নির্ধারিত থাকতো। এরপরের আসনটি থাকতো জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার জন্য। তবে আজকে এর ব্যতিক্রম চোখে পড়েছে। কারণ জামায়াত সমাবেশে যোগ দেবে না, এ কারণে গণসমাবেশে জামায়াত নেতার নির্ধারিত আসনে জায়গা পেয়েছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৮ দলের শরিক একটি দলের শীর্ষ নেতা জানান, আজকের সমাবেশে ১৮ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর জন্য মঞ্চে কোনো আসন রাখা হয়নি। তাদের স্থানে যুক্ত হয়েছে কাজী জাফর আহমদ।
তবে জামায়াত না থাকলে শরিক দলেগুলোর মধ্যে সমাবেশে উপস্থিত রয়েছেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মবিন, এনডিপির খন্দকার গোলাম মোর্তজা, ন্যাপের জেবেল রহমান গাণিসহ ১৮ দলের অন্য নেতাকর্মীরা।