অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, পুঁজিবাজার নিয়ে আপনারা খামাখাই বকবক করেন। পুঁজিবাজার এখন যে অবস্থায় আছে আগে কখনো তা ছিল না। আজ সোমবার বিকেলে সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পরে অর্থমন্ত্রী একথা বলেন। এ সময় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনারা ভুল রিপোর্ট দেন। বাজারে ওঠানামা হবেই। তিনি বলেন, গত দুই বছরে আইনকানুন সংশোধন করা হয়েছে। পুঁজিবাজার এখন সম্পূর্ণ স্থিতিশীল।
অর্থমন্ত্রী জানান, আগামী ছয় মাসে পদ্মা সেতুর কাজ শুরু করা, বিমানীতি প্রণয়ন করা, পল্লি সঞ্চয় ব্যাংক গঠন এবং ফাইনান্সিং রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন করাকে অগ্রাধিকার দেওয়া হবে।