খালেদা জিয়াকে নির্বাচনে না যাওয়ার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় যারা সাতক্ষীরার মাটিকে রক্তাক্ত করেছে তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপির দোসর জায়ামাত-শিবির সাতক্ষীরার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। যারা খুন করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে ঘর ছাড়া করেছে তাদের কারো বাংলার মাটিতে রেহাই নেই।
শেখ হাসিনা বিএনপি নেত্রীকে অশান্তি বেগম আখ্যায়িত করে বলেন, বাংলাদেশে একজন অশান্তি বেগম আছেন, তিনি মানুষ শান্তিতে থাকলে অশান্তি সৃষ্টি করতে জামায়াত-শিবিরকে দিয়ে ধ্বংসযজ্ঞ চালান। বিএনপির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি, দুর্নীতির রাজনীতি। তারা একের পর এক আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা করেছে। ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে। মানুষকে সর্বশান্ত করেছে।
নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জামায়াতের জঙ্গিবাদী কর্মকাণ্ড সম্পর্কে হাইকোর্ট একটি রায় দিয়েছে। তাই তারা নির্বাচন করতে পারবে না। জামায়াতের ব্যথায় ব্যথিত হয়েই বিএনপি নির্বাচনে যায়নি। নির্বাচনে না যেয়ে তিনি যে ভুল করেছেন তার খেসারত তাকে দিতে হবে।
সাতক্ষীরার জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ।