মতিঝিল থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ারসহ শীর্ষ পাঁচ নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার সকালে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন পাওয়া বিএনপির বাকি তিন নেতা হলেন- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।
জামিনের আদেশের পাশাপাশি তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না- সে মর্মে একটি রুলও জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিএনপি নেতাদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ জে মোহাম্মদ আলী।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে আটক করা হয় মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে। সে রাতেই পরে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সময় আটক হন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। পরদিন হরতালে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।