আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বনানী সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
দুই নেত্রীকে উদ্দেশ করে গিবসন বলেন, আপনারা সংলাপের কথা বলছেন এটা খুব ইতিবাচক দিক। তাই আপনারা দুইজন দ্রুত সংলাপে বসুন। আপনাদের সংলাপ গণতন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে।
সংলাপের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপেরও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় দুই নেত্রীর বক্তব্যে সংলাপের ইঙ্গিত আছে। তাই বিলম্ব না করে সংলাপে বসতে হবে। টেকসই গণতন্ত্রের মাধ্যমে সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে রকম নির্বাচনের পরিবেশ তৈরি করুন।