জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আপিল শুনানির সময় ১ সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ জানুয়ারি ধার্য করেছেন আদালত।২৮ জানুয়ারি থেকে আপিলের যুক্তিতর্ক শুরু হবে।
সাঈদীর প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক দেশের বাইরে থাকায় আজ মঙ্গলবার তার অন্য আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান সময়ের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে গতকাল সোমবার এ মামলার আপিল শুনানি করা হয়। ওইদিন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান আসামিপক্ষের ১৫তম স্বাক্ষীর জেরা আদালতে উপস্থাপন করেন। এরপর ১৬ ও ১৭তম সাক্ষীর জেরা উপস্থাপন চলার সময় আদালত এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সাঈদীর মামলার শুনানি করা হয়েছিল। পরে বিরোধী দলের হরতাল-অবরোধের কারণে আর শুনানি করা হয়নি।