রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার শুরুতে ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। এরা হলেন- গাইবান্ধা জেলার জুঁথি আক্তার ও রেশমি, মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্য মজিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী নজরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পুলিশ সদস্যকে গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক জিএম সামসুল ইসলাম জানান, সকাল ৯টা থেকেই নির্ধারিত ইউনিটের ভর্তি পরীক্ষা চলছিল। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে ছাত্রবেশে একজন ব্যাগ হাতে ক্যাম্পাসে প্রবেশ করতে চায়। গেটের নিরাপত্তাকর্মী নজরুল তাকে বাধা দিয়ে ব্যাগ তল্লাশি করতে গেলে যুবক ব্যাগটি রেখে পালিয়ে যায়। এসময় ব্যাগে রাখা বোমাটি বিস্ফোরিত হলে চারজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটের দায়িত্বরত পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করতে এ ধরনের নাশকতার চেষ্টা করা হয়েছে। তবে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে দাবি করে তিনি শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের আওতায় ৪৯টি বিষয়ে ৩ হাজার ৬শত আসনে প্রায় ১ লাখ ৭০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন।