শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার সরকার মানা ছাড়া এখন বিএনপির কোনো উপায় নেই। এখন নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে আসতে হচ্ছে। এ দেশে রাজনীতি করতে হলে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংগঠনটির দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমু বলেন, ‘আজকে নাকি খালেদা জিয়া উপজেলা নির্বাচনে আসবেন। তাহলে এতগুলো মানুষ কেন হত্যা করা হলো। এই মানুষ হত্যার জবাব তাদের দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্ব মেনেই বিএনপি'র নির্বাচনে আসতে হবে। এ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। নির্বাচনে আসার জন্য আমরা তাদের আহ্বানও জানাব। এ ছাড়া তাদের কোনো উপায় নেই।’
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল নতুন পাকিস্তান সৃষ্টি। এ দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র নিয়ে আন্দোলন হচ্ছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিরোধী দলের নির্বাচনে না আসার ঘটনাকে ফুটবল খেলার সঙ্গে তুলনা করে বলেন, ‘ফুটবলে এক দল না এলে পাঁচ মিনিট পরে রেফারি হুইসেল বাজিয়ে অন্য দলকে বিজয়ী ঘোষণা করেন। বিরোধী দল নির্বাচনে না আসায় আমরা সেভাবেই জয়ী হয়েছি।’