বিএনপি নেত্রী জামায়াতের আমির হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির নেত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বিএনপি চেয়ারপারসন জামায়াতের আমির-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে, আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
‘খালেদা জিয়া জামায়াতের আমির’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, “জামায়াতের সঙ্গে বিএনপির আদর্শগত বিস্তর ফারাক। তাদের নিজস্ব কর্মপদ্ধতি আছে। তাদের সঙ্গে আমাদের জোট হলো ভোটের রাজনীতির। তাতে যদি বিএনপি নেত্রী জামায়াতের আমির হন তাহলে প্রধানমন্ত্রী জাতীয় পার্টির (জাপা) নেত্রী। কারণ এরশাদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়ার পরও তার দলকে নির্বাচনে বাধ্য করা, সিএমএইচে নিয়ে গলফ খেলার সুযোগ করে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী।”
বিএনপি নির্বাচনের ট্রেন ফেল করেছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জবাবে তিনি বলেন, “ট্রেন একটি চলেছে ঠিকই, তবে এর যাত্রী ছিল অবৈধ। আমরা অবৈধ যাত্রী হতে চাই না। কারণ যেকোনো সময় মোবাইল কোর্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তাই সরকারকে বলবো, পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এমন হুঙ্কার না দিয়ে ভয় নিয়ে চলুন। অবৈধ যাত্রী হিসেবে নরম সুরে কথা বলুন। অন্যথায় পতন হবে পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে।”
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নেতা রফিক শিকদার, যুবদল নেতা আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।