বর্তমান সরকারকে নব্য বাকশাল উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন, তাদের (আওয়ামী লীগ) কাছে কখনোই গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিরাপদ থাকেনি।
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে খালেদা জিয়া এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় সরকারব্যবস্থা ‘বাকশাল‘ কায়েম করে। এর মাধমে তারা সেদিন চিরায়ত গণতন্ত্রের প্রাণশক্তিকেই নিঃশেষ করে দেয়।
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ভোটবিহীন নির্বাচনে জবরদখলকারী শক্তিকে পরাভূত করে বহুদলীয় গণতন্ত্রের পথচলা নির্বিঘ্ন ও নিরাপদ করতে হবে। আর তা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে অর্জন করতে হবে।