সাভারে বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন প্রদানসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এই অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় ফা অ্যাপারেলস কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে বকেয়া বেতন নিয়ে নানা রকম টালবাহানা করলে অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে শ্রমিকদের বেতন প্রদান করলেও স্টাফদের বেতন পরিশোধ না করে গত ৩ দিন কারখানাটি বন্ধ করে রেখেছে। এদিকে চলতি মাসও শেষের দিকে। শ্রমিকদের বেতন দেওয়ার হাত থেকে রক্ষা পেতে শুক্রবার রাতের আধারে তাই মালপত্র সড়িয়ে নিতে চেষ্টা করে মালিকপক্ষ, অভিযোগ শ্রমিকদের।
পরে কারখানার শ্রমিকরা বাধা দিলে তারা চলে যায় বলে জানান শ্রমিকরা।
এ ঘটনায় শনিবার সকালে বন্ধ কারখানাটি চালু করা অথবা শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ৩ মাস ১৩ দিনের টার্মিনেশনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা ।
খবর পেয়ে প্রায় আধঘণ্টা পর শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়ায় বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।