পাবলিক লাইব্রেরির সেমিনার হলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান,আগামী ৪ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে । আজ দুপুরে আমরা সূর্যমূখী আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, কোরিয়ার ডায়েলিম এল অ্যাণ্ড টি জেভি এবং স্যামসাং ফি অ্যান্ড পি করপোরেশন তাদের রিপোর্ট দিয়েছে এবং তাদের রিপোর্ট সঠিক হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যেই ১৪শ কোটি টাকার কাজ শেষ হয়েছে। ১৬শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এখন এই তিনটি কোম্পানিকে আমাদের পক্ষ থেকে আর্থিক প্রস্তাব দেয়ার পর যথা সময়ে কাজ শুরু হবে।’
সাড়ে তিন বছরের মধ্যে কাজ শেষ হবে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের নামে অনেকগুলো সংগঠন গড়ে উঠেছে। তাদের আমি বলব রাজনৈতিক দোকানদারি বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে।’
সেখানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. বদরুল হক প্রমুখ।