টাঙ্গাইল-৮ শূন্য আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা কাদের সিদ্দিকীর আপিল শুনানি শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়। কাদের সিদ্দিকী উপস্থিত থেকে শুনানিতে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঋণখেলাপির দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। গত বৃহস্পতিবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন কাদের সিদ্দিকী।