চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মেকুর কাশেম (৩৫) নিহত হয়েছেন।
গতকাল দিবাগত রাত ৩ টার দিকে চারুলিয়ার কানাইবাবুর আমবাগানের কাছে এ ঘটনা ঘটে।
এসময় সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে সহকারী দারোগা নিয়াজ আলী (৩৮) ও কনস্টেবল খায়রুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, বন্দুকের ৪ রাউন্ড গুলি, ৪ টি তাজা বোমা, বেশ কয়েকটি গুলির খোসা ও বোমার আলামত উদ্ধার করেছে।