কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামিল হোসেন বাচ্চু হত্যা মামলার ১২ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে দশটায় খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আকতার হোসেন এ রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে কুমারখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন রয়েছেন।
২০০৯ সালের ২৫ জানুয়ারি বিকেল পাঁচটায় কুমারখালি উপজেলার কয়া গ্রামের রেল সেতুর নিচে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জামিল হোসেন। তার ভাই জিয়াউল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর হয়। যার নম্বর ৫/১৩।
মামলার সরকারি আইনজীবি ছিলেন খুলনা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এনামূল হক, কুষ্টিয়া আদালতের আইনজীবী সিরাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম জানান, আদালতের বিচারক ১২ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এসময় আদালতে ১০ জন আসামী উপস্থিত ছিলেন।
মামলার বাদী জিয়াউল ইসলাম বলেন, আসামীদের ফাঁসি হলে শতভাগ খুশি হতাম। তাই রায়ের ব্যাপারে ফাঁসির জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।