রাজধানীর রামপুরা থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার তিন নেতা আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার সগীর হোসেন লিয়ন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দিলীরু জামান।
প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর ২০১৩ মার্চ ফর ডেমক্রেসি কর্মসূচির দিন মালিবাগে একজন শিবিরকর্মী নিহত হয়। এ ঘটনার পরদিন ৩০ ডিসেম্বর পুলিশ হত্যা মামলা দায়ের করেন।