জাতীয় হজ ও ওমরা নীতি এবং হজ্জ প্যাকেজ, ২০১৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ বছর বেসরকারি ছাড়াও সরকারিভাবে দু'টি হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের জানান, সৌদি আরবের হিসেব অনুযায়ী, আগামী ৪ অক্টোবর ঈদুল আযহা এবং হজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন। তবে গতবারের চেয়ে এবার ২০ শতাংশ কম যাত্রী হজে যাবেন।
মোশাররাফ হোসাইন বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ১০ হাজার ও প্যাকেজ-২ এর আওতায় ৯১ হাজার ৭৫৮ জন হবে যেতে পারবেন। প্যাকেজ-১ এ খরচ পড়বে তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। প্যাকেজ-২ তে খরচ পড়বে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা খরচ পড়বে।
এছাড়া সরকারি ও বেসরকারি উভয় প্যাকেজে কোরবানির জন্য অতিরিক্ত ৫০০ সৌদি রিয়াল তথা সাড়ে ১০ হাজার টাকা যোগ হবে।