চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকদের বহনকারী মিনিবাসের চার আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জানালিহাট স্টেশনের কাছে 'বাহির সিগন্যাল' এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কালুরঘাটমুখী একটি শ্রমিকবাহী মিনিবাস রেল ক্রসিংয়ে উঠে গেলে দোহাজারী থেকে চট্টগ্রামমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় সুইটি আক্তার নামে আহত এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ওই মিনিবাসটি কালুরঘাট শিল্প এলাকার বেইজ টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল বলে জানা গেছে।