গত বছর হজে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে যাচ্ছে প্রায় দুইশ’ এজেন্সি। শাস্তির মধ্যে রয়েছে, লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও বিভিন্ন অঙ্কের জরিমানা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান এজেন্সিদের শাস্তি ঘোষণা করবেন। সকাল ১০টায় সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘গত বছরের হজ মৌসুমে এজেন্সিগুলোর বিরুদ্ধে সৌদি আরব ও বাংলাদেশে আনীত অভিযোগের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি শুনানি করে। কমিটি গত ৪ থেকে ৬ এপ্রিল ১৯৪টি এজেন্সিকে শুনানিতে ডাকে। সবগুলো এজেন্সির অভিযোগ প্রমাণিত হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সব এজেন্সির বিরুদ্ধে হজের নামে মানব পাচার, প্রতিশ্রুতি অনুযায়ী হাজীদের বাড়িতে না রাখা, যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা না করা, একই রুমে গাদাগাদি করে রাখা, পর্যাপ্ত গাইড না রাখা, নিম্নমানের খাবার পরিবেশন, ফেতরা (প্রথমে ভালো বাড়িতে পরে স্থানান্তর করে দূরবর্তী নিম্নমানের বাড়িতে রাখা) করার অভিযোগ রয়েছে।