দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল হঠাৎ করেই পানিতে টইটম্বুর হয়ে পড়ে শুকিয়ে যাওয়া তিস্তা। তিন হাজার ছয় কিউসেক পানি আসায় অকার্যকর হতে বসা তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পটিও সচল হয়ে ওঠে। ব্যস্ত হয়ে পড়েন প্রকল্প এলাকার কৃষকেরা। অথচ রাত পার হতেই ফের গায়েব তিস্তার পানি। আজ বুধবার তিস্তার পানি এক হাজার ২৪২ কিউসেকে নেমে এসেছে।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ভারতের গজলডোবা ব্যারেজের মাধ্যমে ভারত যে সেচ প্রকল্প পরিচালনা করছে, সেখানে তাদের সেচ খালের ত্রুটির কারণে হয়তো ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছিল। এ জন্য মঙ্গলবার তিন হাজার ছয় কিউসেক পানি আসে। এখন সেই গেট বন্ধ করার সঙ্গে সঙ্গে পানি কমে গেছে।
ডালিয়া ব্যারেজ এলাকার কৃষকরা বলেন, ‘মঙ্গলবার সেচ খালে পানি দেখে মনে করেছিলাম, আমাদের কষ্টটা হয়তো এবারের মতো গেল। কিন্তু একদিন না যেতেই ফের আগের অবস্থা।