বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরীর সম্পত্তি জব্দ করেছে প্রশাসন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজার নেতৃত্বে সোমবার সকালে রাশেদ চৌধুরীর ১১৫ শতাংশ সম্পত্তি জব্দ করা হয়। এর পর পরই এলাকাবাসী মিষ্টি বিতরণ করে।
বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বিষয়ে সরকার গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী এই সম্পত্তি জব্দ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয়।
উপজেলা কানুনগো আবুল কাশেম জানান, রাশেদ চৌধুরীর বাড়ির ৩৯৩ দাগে ১২ শতাংশ, নালা ৬৩১ দাগে ৭৫ শতাংশ ও মাঠে ১১৭২ দাগে ২৮ শতাংশ সম্পত্তি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তির ওপর লাল পতাকা ও সাইনবোর্ড টানানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু হানিফ বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
এদিকে রাশেদ চৌধুরীর চাচাতো ভাই শোহেব আহমেদ বলেন, রাশেদ চৌধুরীর বাবা দুটি বিয়ে করেন। দুই পরিবারের মোট ২০ সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে সম্পত্তির সুষম বণ্টন হয়নি বলে দাবি করেন তিনি।
সাবেক ইউপি সদস্য আবু তালেব ও মুন্সী মোহাম্মদ মনির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘সম্পত্তি জব্দ করায় সরকারকে অভিনন্দন। কিন্তু পলাতক রাশেদ চৌধুরীর মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত কলঙ্কের দাগ মুছবে না।’