বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী বা গতি সঞ্চারে মিটারগেজ হতে ব্রডগেজে রুপান্তরের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে রেলের টিকেটে কালোবাজারি রোধে টিকেটে যাত্রীর ছবি বা নাম ব্যবহারের সুপারিশ করেছে কমিটি।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সদস্য আলী আজগর টগর, ফাতেমা জোহরা রানী, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী প্রমুখ।
এর আগে সকালে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি বলেন, আমরা প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যতদ্রুত সম্ভব রেলের টিকেট ব্যবস্থাকে আরো আধুনিক করা। এছাড়া রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থাকেও আরো জোরদার করা হবে। বৈঠকে সর্বশেষ রেল দুর্ঘটনা নিয়েও কথা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে ৬৬০ কিলোমিটার ব্রগগেজ এবং ১ হাজার ৮০৮ কিলোমিটার মিটারগেজ রেলপথ রয়েছে। রেলের গতি সঞ্চারের জন্য সবগুলোই ব্রগগ্রেজে আনার সুপারিশ করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের পরবর্তী মিটিং আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।