'নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল এবং আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় যারাই জড়িত থাকুক, এমনকি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা সরকারি দলের নেতা হলেও তাদের ছাড় দেয়া হবে না' বললেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু।
আজ মঙ্গলবার আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিষয়টি অত্যন্ত কঠোরভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী এমন অভিমত ব্যক্ত করেন বলে জানান আমির হোসেন আমু।
তিনি আরও বলেন, 'খুব শিগগিরই সত্য প্রকাশ হবে এবং আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।'