ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের প্রশাসকসহ তিন জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ না মানায় তাদের বিরুদ্ধে এ রুল জারি করা হয়।
আজ মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদালত অবমাননার এ রুল জারি করেন।
দুই সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।