টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্ল্যা নামক স্থানে আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কামরুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক সল্ল্যা নামক স্থানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে জোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের চালকসহ ৩ জন ট্রাকের ভিতরে আটকে পড়ে নিহত হয়। এদের মধ্যে ২ জনের লাশ সহজে উদ্ধার করা হলেও প্রায় ৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বাকি লাশটি উদ্ধার করা হয়।