বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যা মামলায় বিচারিক আদালত থেকে খালাসপ্রাপ্ত ৬৯ আসামির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। আপিলে তাদের খালাসের আদেশ বাতিল করে সাজা দেওয়ার আরজি জানানো হয়েছে।
আজ বুধবার এ আপিল করা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
তিনি জানান, গত বছরের ৫ নম্বর বিচারিক আদালত বিডিআর হত্যা মামলায় বিচারিক আদালত ২৭৮ জনকে খালাস দেন। তাদের মধ্যে খালাসপ্রাপ্ত ৬৯ জনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনটি উত্থাপন করা হবে বলেও জানান তিনি।