২৭ এপ্রিল নারায়ণগঞ্জে অপহৃত সবাইকে একইভাবে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
নিহত সাতজনের মধ্যে পাঁচজনের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তিনি এ তথ্য জানিয়েছেন।
যাদের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে তারা হলেন- প্যানেল মেয়র নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকার, মনিরুজ্জামান স্বপন, নজরুল ইসলামের সহযোগী তাজুল ইসলাম ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম।
ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, নিহত সবাকেই একইভাবে হত্যা করা হয়েছে। সবাইকেই মাথায় আঘাত করে গলায় রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। তাদের বুকেও আঘাতের চিহ্ন ছিল। হত্যার পরে লাশ যাতে ভেসে না ওঠে, সে জন্য তাদের সবার পেটে নাভির পাশে ছিদ্র করে দেওয়া হয়েছিল।
সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান, তাদের (নিহতদের) সবাইকে মাথায় আঘাত করে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সবার বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সবাইকেই হত্যার পর পেটে নাভির পাশে ছিদ্র করে দেওয়া হয়; যাতে করে নদীতে ফেলে দেওয়ার পর লাশ ভেসে উঠতে না পারে।