'র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) তার নিজস্ব গতিতেই চলবে। এই এলিট ফোর্সটিকে বিলুপ্ত করার কোনো প্রশ্নই আসে না।' এমন কথা বলেছেন স্বরাষ্ট প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরও বলেছেন, 'তবে র্যাবের ভেতরে যে সব অসাধু ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়বে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ড সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, 'এ ঘটনায় তদন্ত চলছে। র্যাব বা পুলিশ যেই জড়িত থাকুক না কেন তাদের প্রচলিত আইনের আওতায় এনে বিচার করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। র্যাবের তিনজন অফিসারকে ইতোমধ্যেই ক্লোজড করা হয়েছে।'
প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের কর্মকাণ্ড সমালোচনা করে এলিট এ ফোর্সটি বিলুপ্ত করার জন্য মানবাধিকার সংগঠনগুলো দাবি জানিয়ে আসছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট প্রতিমন্ত্রী বলেন, 'কোনো প্রশ্নই আসে না র্যাব বিলুপ্ত করার। কিছু অসাধু কর্মকর্তার জন্য দুই/একটা সমালোচনার সম্মুখীন হলেও এর জন্য পুরো বাহিনী দায়ী নয়।'
তিনি আরও বলেন, 'হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ড তদন্তের কমিটি গঠনের কাগজপত্র এখনও স্বরাষ্ট মন্ত্রণালয়ে আসেনি। কাগজপত্র আসা মাত্র আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'