রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় দুই ভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের নাম: প্রিজেট চাকমা ও সুশান্তি চাকমা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগুজ্যাছড়ির চারকিলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের বিদ্রোহী গ্রুপ এমএন লারমার গ্রুপের কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বাঘাইছড়ি উপজেলার পাকুজ্যাছড়ি চারকিলো এলাকার গ্রামে এসে হানা দেয়। এই গ্রামে প্রিজেট চাকমা ও সুশান্তি চাকমা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সশস্ত্র গ্রুপটি তাদের লক্ষ্য করে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়ে দুই ভাই। ঘটনাস্থলে তাদের মৃত্যু হলে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে রাঙামাটি বাঘাইছড়ি থানার কর্মকর্তা (ওসি) মো. রফিকুল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেছেন।