বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন,'আওয়ামী লীগ সরকারের মতো ঠুনকো অজুহাত না দেখিয়ে নারায়ণগঞ্জে খালেদা জিয়াকে জনসভা করার অনুমতি দিন।'
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। নারায়ণগঞ্জে যাওয়ার আগে তিনি জনসভার অনুমতি দেওয়ার জন্য মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির প্রতি আহ্বান জানিয়েছেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ যাচ্ছে।
হান্নান শাহ বলেন, 'বিএনপির একটি প্রতিনিধি দল সম্প্রতি অপহরণ, গুম ও হত্যার সর্বশেষ কর্মকাণ্ডে নারায়ণগঞ্জে যারা ভিকটিম তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যাচ্ছে। বিএনপি বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী দল। সে কারণে আমরা তাদের সমবেদনা জানাতে যাচ্ছি।'
তিনি আরও বলেন, 'আমাদের জনসভা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের সমাবেশ শান্তিপূর্ণ হয়। বিভিন্ন সময় জনসভা ও সমাবেশে সরকারই বাধা দেয়।'
আ স ম হান্নান শাহর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।