'নারায়ণগঞ্জের ঘটনায় সারা দেশে যে প্রতিবাদ হচ্ছে তার অংশ হিসেবে আমিও স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা নিয়ে কথা বলি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রশাসন সম্পর্কে ধারণা নেই। নজরুল ইসলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেও নিরাপত্তা চেয়েছিলেন' বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাদেক হোসেন খোকা বলেন, 'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং র্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এই ঘটনায় পরোক্ষ সহযোগিতার জন্য অভিযুক্ত করতে হবে। তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাদের এভাবে জীবন দিতে হবে না।'
তিনি আরও বলেন, 'আরব আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে দুবাই হয়ে নিউইয়র্ক যেতে চেয়েছিলাম। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। অথচ ইমিগ্রেশন কর্মকতারা আমাকে আটকে দিছে। আমাকে বিদেশ যেতে বাধা এবং কোনো প্রকার হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ রয়েছে। তা সত্ত্বেও তারা বলেছে ওপরের নির্দেশ।'