'দেশে আন্দোলন সংগ্রামে বিএনপির ২২ জন নেতাকর্মী গুম হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে খুন হওয়াদের লাশ ভেসে উঠলেও এদের লাশ ভেসে উঠেনি। ভেসে ওঠা এসব লাশের মতো একদিন আওয়ামী লীগের গোমরও ভেসে উঠবে' বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ আটক নেতাদের মুক্তি ও জনসাধারণের জানমালের নিরাপত্তার দাবিতে যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'দেশে যে হারে গুম ও খুন হচ্ছে তা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। এমনটাই হয়েছিলো ১৯৪২ থেকে ৭৫ এ। কখনও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলা যায়নি, এখনো যাচ্ছে না।'
তিনি বলেন, 'ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ চালাচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমরা স্লোগান দিয়েছিলাম রাস্তায়। আর আপনারা দিচ্ছেন ঘরে। এটা আমি পছন্দ করি না। এভাবে স্লোগান দিবে না। বরং নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে যুক্ত করুন। দেশের মানুষ তাদের নিজেদের প্রয়োজনে রাস্তায় নেমে পড়বে। সে আন্দোলনেই নিঃশেষ হবে আওয়ামী লীগ।'