যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব সুনামগঞ্জ ও সিলেটের মধ্যবর্তী স্থান থেকে গাড়িচালকসহ আকস্মিক নিখোঁজ হয়ে যান। নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে, ছাতকের প্রবেশমুখ গোবিন্দগঞ্জ পর্যন্ত মুজিব ও গাড়িচালক সোহেলের মোবাইল ফোন সক্রিয় ছিল। পরে আবার ময়মনসিংহ শহরে একবার মোবাইল ফোন অন করা হয়েছিল।
এ কারণে গতকাল সুনামগঞ্জের পুলিশের একটি দল ময়মনসিংহ পৌঁছে অভিযান শুরু করেছে। তবে, বিকাল পর্যন্ত তারা মুজিব কিংবা সোহেলের সন্ধান পাননি। এর বাইরে সিলেট ও সুনামগঞ্জের কমপক্ষে ১০টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ ও র্যাব।
নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব অপহরণের ঘটনায় বৃটেন সরকারের কাছে অভিযোগ দিয়েছে মুজিবের পরিবার। নিখোঁজ হওয়া মুজিবকে উদ্ধারে তারা বৃটেন সরকারের সহায়তা কামনা করেছেন।