এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মে মাসের মাঝামাঝিতে প্রকাশ হবে। আন্তঃশিক্ষা বোর্ড ১৭ অথবা ১৮ মে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রস্তাবনা পাঠিয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের ধারাবাহিকতায় আগামী ১৯ মে’র মধ্যেই ফল প্রকাশ করা হবে।
গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হয় ২২ মার্চ। এতে অংশ নেয় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী।