'একটা মিথ্যা ও ভিত্তিহীন মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই মামলা দুটি তড়িগড়ি করে বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে' বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য আদালত স্থানান্তরের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সিদ্ধান্ত বাতিল করে দায়রা জজ আদালতে মামলার কার্যক্রম পরিচালনার দাবি জানান তিনি।
ওই সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় খালেদা জিয়ার সমাবেশের অনুমতি না দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
ফখরুল বলেন, 'মেয়র আইভি রহমান প্রথমে জনসভার অনুমতি দিতে চাইলেও শেষ পর্যন্ত অনুমতি দেয়া হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশা করছি কর্তৃপক্ষ জনসভার জন্য সব রকমের সহযোগিতা করবে।'