দেশে গুম-খুন ও অপহরণের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানান ঢাকায় নিযুক্ত ইইউ’র বিভিন্ন দেশের কূটনীতিকরা।
সংবাদ সম্মেলনে ইইউ’র বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি উইলিয়াম হানাসহ আটটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় লন্ডন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব অপহরণের ঘটনায় বৃটিশ হাইকমিশনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।
একইসঙ্গে রাজনৈতিক সহিংসতা নিরসনে পুনরায় সংলাপের আহ্বান জানান ইইউ প্রতিনিধিরা।