বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে স্বামীর আসনে দলের মনোনয়ন পেলেন জেবুন্নেছা হিরণ। আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ড দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হয়। পরে বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
দল ও বোর্ড সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
বরিশাল-৫ আসনে উপ-নির্বাচনে প্রয়াত দলীয় সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা হিরণকে মনোনয়ন দেয়ার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দলের প্রেসিডিয়াম ও বোর্ডের সদস্য ওবায়দুল কাদের।