ঢাকা-খুলনা মহা-সড়কের ফরিদপুর শহরতলীর কোমরপুর নামক স্থানে আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ২জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস ভোর রাতে ফরিদপুরের কোমরপুর মুসলিম মিশনের সামনে এসে পৌছালে মাইক্রোবাস এর ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় ২জন। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, এনফোর্ডস বাংলাদেশ লি. এর আর পি এস মাহাবুবুর রহমান, প্রোডাকশনম্যান গোলাম মোস্তফা রহমান। নিহত মাহাবুবুর রহমানের বাড়ি নেত্রকোনা এবং গোলাম মোস্তফা রহমানের বাড়ি শেরপুর জেলায়। ফরিদপুর হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।