'আমরা সবাই অপেক্ষা করছি কবে সরকারের ওপর গজব নামবে। আবারো রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে এ গজব ত্বরান্বিত করতে হবে' বললেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
হাফিজ বলেন, 'এমন একটি নির্বাচনী ব্যবস্থা খুঁজে নিতে হবে যাতে করে প্রকৃত রাজনীবিদরা জাতীয় সংসদে আসীন হতে পারেন। নির্বাচন কমিশনকে কলঙ্কমুক্ত করতে হলে নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি। যারা দলনিরপেক্ষ ব্যক্তি হবেন তাদেরই কমিশনে নিয়োগ দিতে হবে। এজন্য চাই ভারতের মতো শক্ত নির্বাচন কমিশন। রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে কমিশন।'
তিনি আরও বলেন, 'রাজনীতি এখন আতঙ্কের বিষয়। রাজনীবিদ শুনলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। আগামীদিনে ভুল থেকে শিক্ষা নিয়ে আন্দোলনে নামতে হবে।'