'যারা দিনেদুপুরে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে, যারা প্রকাশ্যে চোরাগুগোপ্তা হামলার হুমকি দেয়, তাদের (বিএনপি) সঙ্গে নারায়ণগঞ্জের হত্যা-গুমের সম্পৃক্ততা আছে কিনা তদন্ত করা প্রয়োজন' বললেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আরও বলেন, 'গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজন র্যাব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিএনপি যেহেতু চোরাগোপ্তা হামলার হুমকি দেয়, তাই তাদেরও গ্রেপ্তার করা উচিত।'
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, 'বিএনপি এখন নতুন খেলায় মেতে উঠেছে। তারা আবারও দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চায়। তারা বিদেশিদের হুকুমে ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে।'