মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান এলাকায় পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, চা- শ্রমিক রাজেশ (৩৫), তার স্ত্রী চা-শ্রমিক মঞ্জু (৩০) এবং তাদের এক বছরের সন্তান। আজ শনিবার ভোরে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃষ্টির সময় টিলাধসে নিজ ঘরে চাপা পড়ে চা-শ্রমিক পরিবারের তিনজন নিহত হন।