টানা দুদিনের ভারী বর্ষনের ফলে বড়লেখায় টিলা ধসে ঘর চাপা দেয়ায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউপির শাহবাজপুর চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,শাহবাজপুর চা বাগানের চা শ্রমিক রাজেশ ধর (৩৫),স্ত্রী অঞ্জু ধরী(২৮),শিশু সীমা ধরী(৮)। এলাকাবাসী জানায়,ভারী বর্ষনের ফলে টিলার মাটি গলে গিয়ে রাতের কোন এক সময় টিলা ধসে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে ঘুমন্ত রাজেশের ঘরকে চাপা দিলে তাদের মৃত্যু হয়।
সকালে খবর পেয়ে বড়লেখা থানাপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।