নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তদন্তের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে প্রশাসনিক তদন্ত কমিটি।
হাইকোর্টের নির্দেশে গঠিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির সঙ্গে দেখা করতে আজ শনিবার সকাল ১০টায় তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষ্য দিচ্ছে।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক গত ৭ মে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৭ সদস্যের এই তদন্ত কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা। যে এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয় পুরো কমিটি বৃহস্পতিবার সে স্থান পরিদর্শন করে।