বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৪ ডলার থেকে বেড়ে ১১৮০ ডলারে দাঁড়িয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই ঘোষণা দেয়া হয়।
আজ সভায় জানানো হয়, নিকট অতীতে সহিংস রাজনীতি থাকা সত্ত্বেও এডিপির (বার্ষিক উন্নয়ন প্রকল্প) বাস্তবায়ন হার ৫৫ ভাগ। বাংলাদেশের অর্থনীতি কয়েকটি অর্থনীতির মধ্যে একটির যে গত পাঁচ বছর ৬ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এবছর জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১২ শতাংশ।
এদিন একনেকে ৬ হাজার ৩৮৬ কোটি ৭ লাখ টাকার ৪টি প্রকল্প পাস হয়েছে। পাসকৃত প্রকল্পহলো হলো- পল্লী বিদুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন, ডিজিটাল বাংলাদেশের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন, বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ এবং উত্তরা লেক উন্নয়ন প্রকল্প।
মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৪৩ কোটি ৪৭ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৪ হাজার ৩১৭ কোটি ১৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২২৫ কোটি ৪৫ লাখ টাকা। ৪টি প্রকল্পই নতুন। একটি প্রকল্প সম্পূর্ণ সরকারি (জিওবি) অর্থায়নে বাস্তবায়িত হবে।
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বুধবারের সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেকে পাস হওয়া চারটি প্রকল্প নিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।